প্রকাশিত: Thu, May 18, 2023 4:31 PM
আপডেট: Sun, May 11, 2025 7:31 PM

আইএমও মহাসচিব পদে জয়ী হতে কূটনীতিকদের সহায়তা প্রত্যাশা


মাজহারুল মিচেল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে নেতৃত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে নির্বাচন করবে। আইএমওর কাউন্সিলে ৪০ জন সদস্য রয়েছে, তারাই ভোটার। আমাদের প্রার্থী ক্যাপ্টেন মঈন আহমেদ, তিনি খুবই যোগ্য। এর মধ্যে যাদের দূতাবাস বাংলাদেশে রয়েছে। তাদের আজ ডেকেছি, তাদের কাছে ভোট চেয়েছি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ের (এসএমও) পরিচালক মোহাম্মদ আল আলামুল এমাম এই প্রতিবেদককে জানান, বৈঠকটি দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে অনুষ্ঠিত হয়।

এ বৈঠকটি কমপক্ষে বিশ দিন আগে নির্ধারণ করা হয়েছিল বলেও তিনি জানান।

তিনি জানান, প্রতিমন্ত্রীর ব্রিফিংয়ে আমন্ত্রণ পেয়েছিলেন- ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতরা।

জাতিসংঘ শাখার মহাপরিচালক (জাতিসংঘ) তৌফিক ইসলাম শাতিল, এনডিসি, এ প্রতিবেদককে জানান, বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে একটি প্রেজেন্টেশন দেয়া হয়। বাংলাদেশ যে যোগ্য, অভিজ্ঞ সে বিষয়টি তুলে ধরা হয়েছে।

এতে কোন কুটনৈতিক প্রশ্ন করেছিল কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, বেশি প্রশ্ন আসেনি। দু-তিনটি প্রশ্ন হয় সবগুলোই এ নির্বাচন নিয়ে। সম্পাদনা: শামসুল বসুনিয়া